সিলেটে র‍্যাবের জালে ছাত্রলীগ নেতা, আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২১

সিলেটে র‍্যাবের জালে ছাত্রলীগ নেতা, আগ্নেয়াস্ত্র উদ্ধার

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর হাউজিং এস্টেট থেকে সাইদুল হক সাইদ নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)-৯।

Manual6 Ad Code

সোমবার (২ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর হাউজিং এস্টেট এলাকার একটি গলি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র‍্যাব।

Manual5 Ad Code

গ্রেফতারকৃত সাইদুল হক সাইদ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার কাশিপুর গ্রামের মো. শফিক উল্লাহর ছেলে। সাইদ বর্তমানে সিলেট নগরীর ফাজিল চিশত আবাসিক এলাকার ২৫/৪ নং রফিক চৌধুরীর বাড়িতে ভাড়াটিয়া থাকেন।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, সোমবার (২ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর হাউজিং এস্টেট এলাকার কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর কার্যালয় সংলগ্ন মসজিদের সামনে থেকে সাইদকে গ্রেফতারের করে র‍্যাবের একটি দল। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের গুলি ৮ রাউন্ড, শর্টগান কার্তুজ ৫ রাইন্ড, ২টি রাম দা ও ১টি বড় ছোরা উদ্ধার করে র‍্যাব।

Manual3 Ad Code

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরিফুল ইসলাম (পিএসসি, এএসসি), মেজর মাহফুজুর রহমান ও এএসপি সোমেন মজুমদার।

এদিকে, সাইদকে গ্রেফতারের পর ‘হাউজিং এস্টেট থেকে প্রকাশ্যে অস্ত্রের মুখে যুবক অপহরণ’ এমন গুজব ছড়িয়ে পড়ে সিলেটে। এতে ওই এলাকার মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। তবে তৎক্ষণাৎ আম্বরখানা ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মানুষকে বিষয়টি অবহিত করে পরিস্থিতি শান্ত করেন।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..