সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২১
দোয়ারাবাজার প্রতিনিধি :: পর্যটন কেন্দ্র দোয়ারাবাজার উপজেলার বাশঁতলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ২.২৫ সরকারি খাস জমি উদ্ধার করা হয়।দোয়ারাবাজার উপজেলা বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা হক নগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদের নেতৃত্বে অভিযানে এসময় উপস্থিত ছিলেন,কানুনগো পিয়ার আহমেদ,সার্ভেয়ার রিপন চাকমা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিখিল চন্দ্র পুরকায়স্থ এ এস আই আছকির, এ এস আই দিলু প্রমূখ।
দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ জানান, এখনও সরকারি জমিতে যেসব অবৈধ স্থাপনা রয়েছে পর্যায়ক্রমে সেসব স্থাপনাও দ্রুততম সময়ের মধ্যে উচ্ছেদ করা হবে।
গত ১ আগস্ট দোয়ারাবাজার সদর ইউনিয়নের পূব মাছিমপুর এলাকা থেকে ৫টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd