সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৮
স্টাফ রিপোর্টার : সিলেটে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় দু’পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষ গ্রুপের ছুরিকাঘাতে মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমু (৩২) হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাত পৌনে ১২টার দিকে মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন নিহত শিমুর চাচা ও শহরতলির বালুচরের শান্তিবাগ এলাকার বাসিন্দা তারেক আহমদ লস্কর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলায় প্রধান আসামি করা হয়েছে মহানগর ছাত্রদল নেতা নাবিল রাজা চৌধুরী ওরফে নাবিন চৌধুরীকে। এছাড়া আসামি হিসেবে রয়েছেন মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মেরাজ, মহানগর ছাত্রদল কর্মী জাহেদ ওরফে জায়েদ, ছাত্রদল এমসি কলেজ শাখার সাবেক প্রচার সম্পাদক মো: জাকির হোসেন খান, মহানগর ছাত্রদল কর্মী মিজানুর রহমান সুজন, ইমাদ উদ্দিন আহমেদ চৌধুরী, মো: সালাউদ্দিন তুষার, রুমন মিয়া, নাহিয়ান আহমদ রিপন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৬ থেকে ৭ জনকে।
বুধবার রাত ১২টায় মামলা রেকর্ডের কথা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, তদন্তের স্বার্থে এই মুহূর্তে আসামিদের নাম ঠিকানা বলতে চাচ্ছি না।
উল্লেখ্য, গত সোমবার বিকেল ৩টায় নগরের কোর্টপয়েন্ট এলাকায় ছাত্রদলের শোভাযাত্রায় শিমুকে ছুরিকাঘাত করা হয়। পরে ওসমানী হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd