জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ২ জনের দাফন সম্পন্ন

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, মে ৪, ২০২১

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ২ জনের দাফন সম্পন্ন

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কে দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ২ জনের দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার (৩ মে) বিকেল ৩টায় গ্রামের মসজিদে দু’জনের নামাজের জানাজা শেষে গ্রামের পঞ্চায়েত কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়।

Manual3 Ad Code

এর আগে গতকাল রোববার (২ মে) দিবাগত রাত দেড়টার দিকে ওই মহাসড়কের দরবস্ত বাজারের কাছে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন ৩ জন। নিহতদের মধ্যে ছিলেন কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বানীগ্রামের ধলিবিল দক্ষিণ গ্রামের সুলতান ও আশিক। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ময়নাতদন্ত শেষে ২ জনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Manual5 Ad Code

জানা যায়, নিহত সুলতান আহমদ মিনহাজ (২৬) ধলিবিল দক্ষিণ গ্রামের বড়দেশ উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শহর উল্লাহ’র তৃতীয় ছেলে। নিহত অপরজন একই গ্রামের সিফতুল্লাহ ছেলে আশিক উদ্দিন (২৮)। আশিক উদ্দিনের সামিয়ান (৮) নামের এক ছেলে ও মাইশা (৬) নামের এক মেয়ে রয়েছে।

দুর্ঘটনায় নিহতদের জানাজায় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2021
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..