সিলেটসহ দেশের ২০ অতিরিক্ত পুলিশ সুপারের বদলি

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৮

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটসহ দেশের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ২০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত সোমবার পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়।

বদলিকৃত পুলিশ কর্মকর্তারা হলেন- সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহম্মেদকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর), পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুল আলমকে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার, দারফুর সুদান মিশন হতে প্রত্যাগত পুলিশ হেডকোয়ার্টার্সের (টিআর) অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুল করিমকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার, টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোবিন্দচন্দ্র পালকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, এসবির অতিরিক্ত পুলিশ সুপার ড. শাহেদুল আকবর খানকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল হককে বিপিএ সারদা রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার রায়কে এসএমপি সিলেটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেনকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর), ময়মনসিংহ কোতয়ালি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহ গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকারকে পিবিআই ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।

Manual7 Ad Code

একই প্রজ্ঞাপনে শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নানকে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, কিশোরগঞ্জের হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল উদ্দিনকে পিবিআই ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জের হবিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন নবীকে বিপিএ সারদা রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানকে কেএমপি খুলনার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ১১ এপিবিএন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার সেতুয়া পারভীনকে বিএমপি বরিশালের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, নারায়ণগঞ্জ খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমানকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার, এসএসএফ ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ দাশকে (নারায়ণগঞ্জ সদর সার্কেলের বদলির আদেশপ্রাপ্ত) নারায়ণগঞ্জ খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএমকে (পিবিআই ঢাকার বদলির আদেশপ্রাপ্ত) রাজবাড়ীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হেলাল উদ্দিনকে (নড়াইল সদর সার্কেলের বদলির আদেশপ্রাপ্ত) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..