হবিগঞ্জে কৃষক হত্যায় ১০ জনের ফাঁসি

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৮

Manual8 Ad Code
হবিগঞ্জ :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাঘজুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক হত্যা মামলায় ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বেলা সোয়া একটায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ আদেশ দেন। উক্ত মামলায় আরও ১৪ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- রমিজ আলী, তরিক উল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মান্নান, বাচ্চু মিয়া, আব্দুস সালাম, ইউসুফ উল্লাহ, আব্দুল মোতালিব, আব্দুল হান্নান ও নসিম উল্লাহ।

Manual2 Ad Code

মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ২৯ অক্টোবর মাগরিবের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন আব্দুর রাজ্জাক। পথে আসামিরা তাকে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকণ্ড হয়। এ ঘটনায় নিহতের ছেলে হারুন মিয়া বাদী হয়ে ওই দিনই ২৭ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি মামলা করেন। ২৬ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার বিচারক ১০ জনের ফাঁসির আদেশ দেন।

Manual5 Ad Code

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল আহাদ ফারুক জানান, মামলায় ২৭ জনের বিরুদ্ধেই চার্জশিট দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা। কিন্তু এর মাঝে ৩ জন মারা যান আর ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..