জাফলংয়ে ট্রাক চাপায় পাথর শ্রমিক নিহত

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৮

Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের জাফলংয়ে পাথর কোয়ারিতে ট্রাক চাপায় এক পাথর শ্রমিক নিহত হয়েছে।

Manual4 Ad Code

নিহত নুরুল হক সুনামগঞ্জ সদর উপজেলার বৃন্দাবন নগরের আব্দুল হামিদের ছেলে। সে পরিবারের সদস্যদের নিয়ে জাফলং এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল।

Manual3 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় পাথর কোয়ারিতে কাজ শেষে বাড়ি ফিরছিল নুরুল হক। এসময় সাতকরার জুম নামক এলাকায় পৌছলে কোয়ারি থেকে পাথর বোঝাই করে নিয়ে যাওয়া মামার বাজারগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..