জগন্নাথপুরে বিভিন্ন অভিযানে গ্রেফতার দুই

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৮

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক,জগন্নাথপুর : সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। চোরাই মদসহ ছাতক থানার কালেশ্বরী (খালিপুর) গ্রামের মৃত পিয়ারী রবি দাসের ছেলে কুটি রবি দাশ।পলাতক আসামী উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালাম্বপুর গ্রামের আমীর খানের ছেলে মাহবুব খান।

Manual6 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়,থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে গত ২৬-০১-২০১৮ ইংরেজী রোজ শনিবার সন্ধ্যা ৬.৫৫ মিনিটে পৌরশহরের বাজারস্থ চিলাউড়া পর্য়েন্টে গোপন সংবাদে ভিত্তিতে কাঁচা বাজারে নয়ন রবি দাস এর টং দোকানে সামনে মদ বিক্রয় করার সময় হাতেনাতে থানার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান,এএসআই মো.মোশাহিদ মিয়া,এএসআই আবুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ প্লাষ্টিকের ব্যাগের ভিতর ০২টি ১ লিটারী প্লাষ্টিকের বোতলে ০৫ (পাঁচ) বোতল দেশীয় তৈরী চোলাই মদ মোট ১০ লিটার চোলাই মদ তার মূল্য অনুমান ৫,০০০/- টাকা ও ০১টি প্লাষ্টিকের ব্যাগের ভিতর ০২টি লিটারী প্লাষ্টিকের বোতলে ০৫ (পাঁচ) বোতল দেশীয় তৈরী চোলাই মদ মোট ১০ লিটার, মূল্য অনুমান ৫,০০০/- টাকা সহ কুটি রবি দাশকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। থানার সাধারণ ডায়রী ভুক্ত করা হয়েছে যার নং-৯৯৫ তাং-২৬-০১-২০১৮ ইংরেজী।

এদিকে থানার এএসআই মো. মোশাহিদ মিয়ার বিশেষ অভিযানে জিআর ১৯৬/১৬ (জগঃ) এর পলাতক আসামী মাহবুব খান গ্রেফতার করেন।

Manual8 Ad Code

জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান হাবিব গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..