সিলেট-ঢাকা মহাসড়কে জোড়াতালি

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৮

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জ জেলার চার উপজেলার সীমানা ছুঁয়েছে সিলেট-ঢাকা মহাসড়কটি। ২০০৩ সালে মহাসড়কটি নির্মাণের পর ঢাকা-সিলেট যাতায়াতে স্বস্তি ফিরে এসেছিল যাত্রীদের। ৫-৭ বছর সড়কটি ভাল থাকলেও এখন যাত্রীদের কাছে মহাদুর্ভোগে পরিণত হয়েছে সড়কটি। এই সড়কটি এখন অগণিত খানাখন্দে ভরে উঠেছে। অহরহ ঘটছে অঘটন। জানাযায়, আগামী ৩০শে জানুয়ারি ২০১৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরে আসবেন।

Manual4 Ad Code

এ জন্য সিলেট-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে ছোটবড় গর্ত জোড়াতালি দিয়ে মেরামত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন পয়েন্টে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ প্রধানমন্ত্রীর সিলেট সফরকে সামনে রেখে মহাসড়ক সংস্কারে নেমেছে। তারাহুড়ো করে সংস্কার কাজ করায় নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ করছেন যাত্রীসহ বিভিন্ন শ্রেণির জনগণ। গতকাল সরজমিনে দেখাযায়, সিলেট-ঢাকা মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন পয়েন্টে সড়কের সংস্কার কাজ চলছে তোড়জোড়ের সহিত। এই মহাসড়কটি আগে মরণফাঁদ বলে পরিচিত ছিল। এখন মৃত্যুকূপ ও দুর্ভোগ এবং বিপর্যয়ের মহাসড়ক বলে খ্যাতি পেয়েছে। মাধবপুর থেকে নবীগঞ্জ উপজেলার সীমানা শেরপুর পর্যন্ত মহাসড়কটির স্থানে স্থানে রকমারি গর্ত সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে সব ধরনের যানবাহন।

Manual6 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..