সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক কথিত পীর। গ্রেপ্তারকৃত ওই প্রতারক এক দরবার শরিফের পীর বলে জানা গেছে। বৃহস্পতিবার ওই পীরকে পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
স্থানীয়দের বরাদ দিয়ে জানা গেছে, তার বাড়িতে ঝিয়ের কাজ করতো ধর্ষিতা ওই কিশোরী। ধর্ষণের ২ মাস পর মেয়েটির বিয়ে হয়। বিয়ের ৭ মাসের মাথায় তার ছেলেসন্তান জন্ম নিলে সন্তানের বাবা কে, এ নিয়ে প্রশ্ন ওঠে।
স্থানীয়ভাবে কয়েক মাস ধরে এ নিয়ে ব্যাপক আলোচনা ও গোপন সালিশি হয়। কিন্তু কোনো কূলকিনারা হয়নি। এর মধ্যে শিশুটির বয়স ৭ মাস হয়। একপর্যায়ে মেয়েটি বাধ্য হয়ে থানায় বুধবার ধর্ষণের অভিযোগ করে মামলা দায়ের করেন।
এদিকে আটককৃত পীর আবু বকর সিদ্দিক আতিক উল্ল্যা জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। হয়রানি করার জন্য এই মামলা করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম জানান, মামলার পরে ওই পীরকে আটক করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে ঘটনাটি তদন্ত চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd