গোলাপগঞ্জে ৩টি উপজেলার কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৮

Manual4 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি : নিরাপদ অভিবাসন নিশ্চিত করণের লক্ষ্যে গোলাপগঞ্জ, কানাইঘাট ও গোয়ানঘাট উপজেলা কমিউটিনি নেতৃবৃন্দের সাথে মতবিনিয় সভায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলায় ১১টায় এফআইভিডিবি’র প্রধান কার্যালয় কাদিমনগরে অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কারিগড়ি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অধ্যক্ষ ওয়ারি উল্লা মোল্লা। এফআইভিডিবি সেইফ মাইগ্রেশন প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সাবিকুন নাহারের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন, এফআইভিডিবি সেইফ মাইগ্রেশন প্রকল্পের ফোকাল পয়েন্ট পার্সন জিয়াউর রহমান শিপার। প্রজেক্টর শো-উপস্থাপন করে শাবি’র এমফিল গবেষক শফিকুর রহমান। উপস্থিতির মধ্যে বক্তব্য রাখেন এফআইভিডিবি সেইফ মাইগ্রেশন প্রকল্পের ফেসিলিটেটর সোবহানুর রহমান, গোয়ানঘাট উপজেলার পূর্ব জাফলং ইউপির প্যানের চেয়ারম্যান আব্দুল কাদির, গোলাপগঞ্জ পরগণা বাজার বণিক সমিতির সভাপতি রেহান উদ্দিন, সাবেক ইউপি সদস্য আবুল হোসাইন, আমুড়া ইউপি সদস্য মতিউর রহমান তুহিন, সাংবাদিক হারিছ আলী, খালেদ হোসেন, ফাহাদ হোসাইন, সমাজসেবী আব্দুর রহিম চৌধুরী রিপন। এছাড়া ৫টি উপজেলা বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, সংরক্ষিত আসনের সদস্যা, সমাজসেবী বৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..