সিলেট ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৮
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শংকর দাসের পরিচালনায় তাৎক্ষনিক প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল। বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বি, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মো. দুলাল হোসেন, কার্যকরি সদস্য এস এম সুজন, সদস্য আনিস রহমান, শাহিন আহমদ, রেজা রুবেল, তানভীর আহমদ।
প্রতিবাদ সভায় নেতৃবৃন্দরা বলেন, দেশে সাংবাদিককে লাঞ্চিত করা, মারধর করা পেশাগত কাজে বাধাঁ দেয়া নতুন নয়। এরুপ কর্মকান্ড সাংবাদিক তথা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। সাংবাদিক নির্যাতনকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ার কারণেই তারা আরো উৎসাহী হচ্ছে। সাংবাদিকতার মতো স্বাধীন ও মুক্ত পেশা হুমকির সম্মুখীন হতে যাচ্ছে। বক্তারা- অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলার সাথে জড়িত অপরাধীদেরকে খুঁজে বের করে ৪৮ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। অন্যথায় শনিবার থেকে কঠোর কর্মসূচী দিতে বাধ্য। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd