সিলেট জেলা ও মহানগর মহিলা আ’লীগের বিশেষ প্রতিনিধি সভা

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৮


Manual6 Ad Code

সিলেট :: বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক এমপি আলহাজ¦ সাফিয়া খাতুন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। তাই দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে এবং বৈষম্য মুক্ত নারী অধিকার এবং সুশাসন নিশ্চিত করতে হলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। কারণ জননেত্রী শেখ হাসিনার সরকারই পারে দেশের উন্নয়ন অগ্রগতি করতে। তিনি আগামী নির্বাচনে নৌকার বিজয় অব্যাহত রাখতে মহিলা আওয়ামীলীগের সকলস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

Manual7 Ad Code

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিলেট আগমন ও সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের জনসভা সফল করার লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামীলীগের যৌথ উদ্যোগে গতকাল ২২ জানুয়ারি সোমবার বিকেল ৩টা সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে হলে মহিলা আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে। সাধারণ মানুষকে আওয়ামী লীগের পতাকাতলে সমবেত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন টুয়েন্টি-টুয়েন্টি ওয়ান বাস্তবায়ন করতে হবে।

মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রুবি ফাতেমা ইসলামের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা ও মহানগর সাধারণ সম্পাদক আছমা কামরান এর যৌথ পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি কোহিনুর বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রোকসানা ও শিখা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলী ও শেখ আনার কলি, সমাজকল্যাণ সম্পাদক ড. সেলিনা আক্তার, উপদেষ্টা মন্ডলী সদস্য সৈয়দা ফরিদা রেজা নুর, সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর শাহানারা বেগম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শাহানাজ হাবিব ও রেবেকা সুলতানা, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদিক ডা: লুৎফুননেছা সোনালী, মহিলা আওয়ামীলীগের ইউকে শাখার সহ সভাপতি হুসনা মতিন, কেন্দ্রীয় সদস্য নাজনিন হোসেন, সেলিনা মোমেন, শামীমা শাহরিয়ার, ফাহিমা খানম মনি। জেলা মহিলা আওয়ামীলী সহ সাধারণ সম্পাদক হেলেন আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা মহিলা আ’লীগের সহ সভাপতি শামসুন নাহার মিনু, বিলকিছ নুর, সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, মহানগর মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি মারিয়ান চৌধুরী মাম্মী, খায়রুননেছা শেলী, ডা. নাজরা চৌধুরী, বিলকিস নুর, রতœা বেগম, জোহুরা আক্তার খানম, হাসনা হেনা চৌধুরী, মাহমুদা নাজিম রুবি, সাবিনা সুলতানা, সালমা বেগম, আছমা বেগম, নুরুননাহার হেনা, নার্গিস সুলতান রুমি, ক্ষমা রাণী দে, এডভোকেট সন্ধ্যা লক্ষী দে, দিনার সুলতানা, শামীমা স্বাধীন, নাসরিন বেগম, আছমা বেগম, জেবুন্নেছা শিরিন, শামীমা খন্দকার, শামীম আরা বেবী, নিলুফা নিলু, এডভোকেট বনানী দাস ইবা, রেহেনা পারভীন, এডভোকেট রাসেদা সায়দা খানম, মাজেদা পারভীন, হামিদা খান প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শামসুন নাহার মিনু ও গীতা পাঠ করেন মাধুরী গুণ।
শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..