সিলেট ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ‘তীর শিলং’ জুয়া খেলার সামগ্রীসহ তিন যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকাও জব্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- দক্ষিণ সুরমার আব্দিতপুরের মোবাশ্বির আলীর ছেলে লেবু মিয়া (২৯), একই থানার আদিত্তপুরের মকলু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩২) ও জেলার ওসমানীনগর উপজেলার তাজপুরের আহমদ আলীর ছেলে নাঈম হোসেন (২৪)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আব্দুল ওয়াহাব জানান, ‘আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ ১হাজার ৫০ টাকা জব্দ করা হয়েছে। তাদের সাথে থাকা আরো ২-৩ জন জুয়াড়ি পালিয়ে যায়।’
আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd