সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৮
সিলেট :: মাদার অব হিউম্যানিটি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র পূণ্যভূমি সিলেট আগমণ উপলক্ষ্যে উপশহর ব্লক সিলেট জেলা যুবলীগ নেতা আ.হ.ম. শামীম ইকবালের নেতৃত্বে স্বাগত জানিয়ে শনিবার সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে যুবলীগ নেতা শামীম ইকবাল বলেন, মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেটে আগমণে সিলেটের মানুষ আনন্দ উল্লাসে মেতে উঠেছে। বিভিন্নভাবে নেত্রীকে বরণ করে নিতে সিলেটের জনসাধারণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরতœ শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছেন। তাই ৩০ জানুয়ারি বিশ্বনেত্রীর আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মহানগর যুবলীগের সদস্য এডভোকেট গিয়াস উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন ২২নং ওয়ার্ড কৃষকলীগের আহ্বায়ক সুহেল তালুকদার, যুগ্ম আহবায়ক কবির উদ্দিন, ইমরাউল কয়েছ লোদী, শ্রমিকলীগ নেতা রফিকুল আলম চৌধুরী বাবু, মুশাহিদ খান, ইব্রাহিম জাহেদ, শফিক আহমদ, বশির আহমদ, আতিয়ার হোসেন, মানিক মিয়া, এম.এ রকিব, যুবলীগ নেতা এস এম ডালিম, খোকন বেগ, ফারুক আহমদ, সাগর আহমদ স্বেচ্ছাসেবক লীগ নেতা মুজিবুর রহমান, বাতেন মিয়া, শামীম আহমদ, রুবেল আহমদ রুবেল, রাসেল মিয়া, মিনহাজ হোসেন, তাতী লীগ নেতা পারভেজ আহমদ, ডা. সুমন দত্ত, রানা শেখ, ছাত্রলীগ নেতা মো. আব্দুল আহাদ, এহিয়া আলম মুন্না, রুহুল আমিন, ফয়ছল আহমদ, অনি আহমদ, হাদী, অপি আহমদ, রাহাত আহমদ, কাওছার আহমদ, নাঈম আহমদ, মামুন আহমদ, এনায়েত আহমদ, সঞ্চয় দেব প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd