জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন : নারী শ্রমিক নিহত

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৮

Manual4 Ad Code

রাশেদ আহমদ : এবার সিলেটের জাফলংয়ে পাথর তুলতে গিয়ে প্রাণ হারালেন সাথী রানি দাস (২৮) নামের এক নারী শ্রমিক।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা দেড়টার দিকে কান্দিবস্তির জুমপাড় কোয়ারীতে পাথর উত্তোলন করে টুকরি দিয়ে ট্রাকে পাথর তুলার সময় ট্রাক চাপায় পিষ্ট হয়ে তিনি নিহত হন। তিনি সুনমাগঞ্জের শাল্লার বড়গ্রামের বাসিন্দা বিজয় দাসের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেশের অন্যতম বৃহৎ পাথর কোয়ারী জাফলংয়ের কান্দুবস্তি এলাকা থেকেশাপনান, সামছুল, ইমরান আহমদ সুমন, সেলিম জমিদার, আলাউদ্দিন, ওয়েল, ফয়জুল গংরা দির্ঘদিন থেকে পাথর শ্রমিকদের দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল। এরই ধারাবাহিকতায় পাথর শ্রমিকরা মঙ্গলবার সকালে পাথর উত্তোলন করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

স্থানীয়রা জানায়, জীবিকার তাগিদে প্রায় ১৫ বছর থেকে সুনামগঞ্জের শাল্লার বড়গ্রামের সাথী জাফলংয়ের জুমবস্তিতে পাথর উত্তোলন করে আসছে দৈনিক মজুরি ভিত্তিতে।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুমপারের ওই গর্ত থেকে পাথর উত্তোলন করে টুকরি দিয়ে ট্রাকে পাথর উঠানোর সময় হটাৎ ট্রাকের ব্রেক ফেল করে সাথীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

Manual1 Ad Code

খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোয়াইনঘাট থানার এসআই জামান জানান,মাটি চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন । নিহতের নাম এখন ও পাওয়া যায়নি ।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..