জাফলংয়ে পাথর কোয়ারীতে বিস্ফোরণে ১ জন আহত

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৮

Manual1 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি : জাফলংয়ে পাথর কোয়ারীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বোমা মেশিন দ্বারা পাথর উত্তোলনের সময় মেশিনে বিস্ফোরণ ঘটে মেশিনচালক গুরুতর আহত হয়েছেন। আহত মেশিন চালক মিলাদ হোসেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে সংশ্লিষ্টরা দূর্ঘটনার কথা স্বীকার করছে না। বৃহস্পতিবার বেলা ১টায় জাফলং পাথর কোয়ারীর মুসলিম আলীর গর্তে এ দুর্ঘটনাটি ঘটে।

Manual8 Ad Code

এলাকাবাসী সূত্রে জানা যায়- বেলা ১টার দিকে বোমা মেশিন চলাকালিন সময়ে হঠাৎ করে মেশিনটি বিস্ফোরিত হয়। এতে বোমা মেশিনচালক বিয়ানীবাজার উপজেলার কলাগ্রামের কাজল মিয়ার ছেলে মিলাদ হোসেন (৩০) গুরুতর আহত হন। বিস্ফোরণের বিকট শব্দে কোয়ারী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Manual1 Ad Code

ঘটনার পর পর বোমা মেশিনচালককে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে সিলেটে প্রেরণ করেন।

Manual2 Ad Code

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মো. মাইনুল জাকির বলেন- বোমা মেশিন বিস্ফোরিত হয়ে কেউ আহত হয়েছে এমন সংবাদ আমার জানা নেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম বলেন, পাথর কোয়ারীতে বোমা মেশিন চলা সম্পূর্ণ নিষিদ্ধ। দুর্ঘটনার বিষয়টি কেউ আমাকে অবহিত করেনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..