গৃহবধূর চুল-ভ্রু কেটে সিগারেটের ছেঁকা

প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৮

Manual2 Ad Code
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় সুমী (২২) নামে এক গৃহবধূর মাথার চুল ও ভ্রু কেটে দিয়ে শরীরে সিগারেটের ছেঁকা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। মামলায় স্বামী কবির মিয়াসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। সুমী পলাশতলী ইউনিয়নের শাহর খোলা গ্রামের ব্যবসায়ী বাহার উদ্দিনের মেয়ে। শনিবার উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়। রায়পুরা থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরনগর গ্রামের কবির যৌতুকের জন্য প্রায়ই সুমীকে নির্যাতন করত। বিভিন্ন সময় সুমী তার বাবার বাড়ি থেকে ৬০ হাজার টাকা স্বামীকে দিয়েছেন। সম্প্রতি ঘর নির্মাণের জন্য তিন লাখ টাকা যৌতুক চায় কবির। অস্বীকার করলে গত শনিবার বিকালে সুমীকে মারধর করে তিনি। পরে তার দেবরসহ বাড়ির লোকজন কাঁচি দিয়ে মাথার চুল ও ভ্রু কেটে দেয়। এ সময় তার শ্বশুর হাসেম মিয়া সিগারেট দিয়ে সুমীর দুই হাতে ছেঁকা দেয়। খবর পেয়ে বাবার বাড়ির লোকজন সুমীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সুমীর বাবা বাহার উদ্দিন বলেন, বিয়ের পর থেকেই স্বামী সুমীকে নির্যাতন করছে। বিভিন্ন সময় ষাট হাজার টাকা দেওয়া হয়েছে। ঘর নির্মাণের জন্য তারা আবার ৩ লাখ টাকা দাবি করেন। রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..