সুনামগঞ্জে বাস-মালবাহী ট্রলির মখোমুখি সংঘর্ষ : আহত ২০

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৮

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২০ জন আহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- সোমবার (০১ জানুয়ারি) রাত ৮টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ থানা এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা সিলেট জ ০৪-০১৮৮ বাসটি শান্তিগঞ্জ এলাকায় পৌছলে নাম্বারবিহীন মালবাহী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে বাসটি ধুমরে-মোচরে রাস্তায় উল্টে পড়ে যায়। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও কৈতক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গুরুতর আহতরা হলেন- ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বিল গ্রামের লক্ষণ দাসের ছেলে গারি চালক উজ্জ্বল দাস (৩০), সদর উপজেলার কালীপুর গ্রামের জাহেদ মিয়ার ছেলে ছাব্বির আহমদ (২৫), ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের গোপা চন্দ্র সরকারের ছেলে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির অনার্স ২য় বর্ষের ছাত্র পৃথেশ সরকার (২২), সিলেট শহরের স্বপন দাস (২৮), বিশম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের তোতা মিয়ার ছেলে পুবালী ব্যাংকে চাকুরিজীবি ওমর ফারুক (৩০) সহ ২০জনের মত আহত হয়েছেন।

Manual5 Ad Code

তাৎক্ষণিক সবার নাম জানা যায়নি। দুর্ঘটনায় বাসটি রাস্তায় পড়ে গেলে ঘন্টা ব্যাপী যান চলাচল বন্ধ থাকে। তাৎক্ষণিক থানার অফিসার ইনচার্য মোঃ ইখতিয়ার উদ্দীন চৌধুরী সংবাদ পেয়ে ফোর্স সহ ঘটনাস্থলে পৌছেন এবং আহতদের হাসপাতালে প্রেরণ সহ যান চলা চলের ব্যবস্থা করেন।

Manual1 Ad Code

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্য মোঃ মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- বাস ও ট্রাফি পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..