ছাত্রদলের সমাবেশস্থলে হঠাৎ ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৮

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্র সমাবেশস্থলে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

Manual7 Ad Code

আজ সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় এ ককটেল বিস্ফোরণ হয়।
এরপর আইনশৃঙ্খলা বাহিনী কড়া অবস্থান নিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি জানান, সকাল সাড়ে ১০টার দিকে এই এলাকায় একাধিক ককটেলের বিস্ফোরণ হয়। তবে তিনি দাবি করেন, এর সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত নন।

ঘটনাস্থলে থাকা শাহবাগ থানার এসআই দিদার সাংবাদিকদের জানান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এরপর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Manual3 Ad Code

বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল তাদের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই ছাত্রসমাবেশের আয়োজন করেছে। ১৯৭৮ সালের ১ জানুয়ারি ছাত্রদল প্রতিষ্ঠা করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..