সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : মাদারীপুরের রাজৈরে ডিবি পুলিশ পরিচয়ে বিয়ে করতে গিয়ে জনতার হাতে আটক হল ইদ্রিস আলী (২২) নামে এক যুবক।
রোববার বিকালে রাজৈর উপজেলার চানপট্টি গ্রামে ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার বিকালে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ইদ্রিস আলী রাজৈর উপজেলার চানপট্টি গ্রামের একটি বাড়িতে যায়। পর দিন রোববার ওই বাড়িতে কলেজ পড়ুয়া এক মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দেয়।
এসময় মেয়ের পরিবারের পক্ষ থেকে তার বাবা মাকে আনার জন্য চাপ প্রয়োগ করলে সে অস্বীকৃতি জানায়। তখনই মেয়ের পরিবার ও এলাকাবাসীর সন্দেহ হয়। পরে উপজেলা ভাইস চেয়ারম্যান শান্তি রঞ্জন দাসকে বিষয়টি জানানো হয়।
পরে ভাইস চেয়ারম্যান মাদারীপুর ডিবির ওসির কাছে ফোন করে জানতে পারেন ইদ্রিস আলী নামে ডিবির কোন সদস্য নাই। পরে এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
রাজৈর থানার এসআই মাসুদ রানা জানান, রোববার বিকালে ইদ্রিস নামে এক যুবককে আটক করা হয়েছে। সে এক কলেজছাত্রীকে বিয়ের জন্য তার বাড়িতে হাজির হয়ে ডিবি পুলিশ পরিচয় দেয়।
আটক ইদ্রিস নারায়ণগঞ্জ জেলার গোপালদী বাজার এলাকার খোকন মিয়ার ছেলে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd