সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : দুই বছর আগে অনলাইড ফুড কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন আয়াজ আহমেদ ও রেশমা মাগলানি। সেখানে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। পরে পালিয়ে সংসার পাতেন তারা। তবে রেশমা ফেসবুকে বেশ সময় ব্যয় করায় তার জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়। ফলে সন্দেহের বশে স্ত্রীকে পাথর দিয়ে তেঁতলে হত্যা করেন স্বামী। ভারতের রাজস্থানের জয়পুরে এমন ঘটনা ঘটেছে।-খবর আনন্দবাজার পত্রিকার।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, রেশমা ফেসবুকে বেশ জনপ্রিয়। তার ফলোয়ার সংখ্যা প্রায় ছয় হাজার। সংসারসহ নিজেদের ছবি পোস্ট করতেন তিনি। তবে অন্য পুরুষের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে বলে স্বামী সন্দেহ করেন। এ নিয়ে শুরু হয় ঝামেলা। এক পর্যায়ে স্ত্রীকে যাচাই করতে তার ফোন দেখতে চান আয়াজ। এতে বেঁকে বসে বাপের বাড়িতে চলে যান রেশমা। পরে রোববার রেশমার সঙ্গে কলহ দূর ও বিয়ার আসর বসানোর কথা বলে বাড়িতে আনতে যান আয়াজ। কিন্তু বাড়ি ফেরার সময় পথিমধ্যে ভারী পাথর দিয়ে রেশমার মুখ তেঁতলে শ্বাসরোধে হত্যা করেন স্বামী।
পুলিশ আরো জানায়, ঘটনার পরদিন রেশমার মরদহ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকেও আটক করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd