গোয়াইনঘাট কলেজের রজতজয়ন্তীতে কঠোর নিরাপত্তা দেওয়া হবে

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

গোয়াইনঘাট কলেজের রজতজয়ন্তীতে কঠোর নিরাপত্তা দেওয়া হবে

Manual1 Ad Code

সুবাস দাস. গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের রজতজয়ন্তী উপলক্ষে কলেজকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। পুলিশের একাধিক দল অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় টহল দিচ্ছে।

Manual8 Ad Code

শনিবার (২৫ জানুয়ারি) গোয়াইনঘাট সরকারি কলেজের এই রজতজয়ন্তী অনুষ্ঠানে সরকারের তিনজন মন্ত্রী, তিনজন এমপি, অগণিত শিক্ষাবিদদের নিয়ে বসছে মিলন মেলা।

Manual6 Ad Code

তাদের আগমন, অবস্থান এবং নিরাপদ প্রস্থানে যাতে কোন বিঘ্ন না ঘটে সে লক্ষ্যে প্রশাসন এবং পুলিশ বিভাগের তরফ থেকে কোন ঘাটতি রাখা হয়নি। অনুষ্ঠান সফলে ইতিপূর্বে সকল প্রস্তুতি শেষ হয়েছে।

গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজললু হক জানান, কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের এ অনুষ্ঠান সফল এবং প্রাণবন্ত করতে ইতিপূর্বে সকল আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়েছে।

Manual4 Ad Code

এদিকে গোয়াইনঘাট সরকারি কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রশাসন এবং পুলিশ বিভাগের সমন্বয়ে গোয়াইনঘাট সরকারি কলেজ মাঠের অনুষ্ঠানস্থল ও মঞ্চ পরিদর্শন করেছেন প্রশাসন এবং পুলিশ বিভাগ।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিবের নেতৃত্বে বেলা ২টায় অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন প্রশাসন কর্মকর্তারা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র এএসপি মো. নজরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, প্রাক্তন ছাত্র মো. মনির উদ্দিন প্রমুখ।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ জানান, গোয়াইনঘাট সরকারি কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে সরকারের একাধিক মন্ত্রী, এমপিসহ ভিআইপিদের আগমন ঘটছে। তাদের নিরাপত্তার স্বার্থে কোন ধরনের ত্রুটি থাকবে না। অনুষ্ঠানস্থল আশপাশের সবকটি সড়ক স্থাপনায় পুলিশি নজরদারির আওতায় আনা হয়েছে।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..