ধর্মীয় চেতনার স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা হচ্ছে কওমি মাদরাসা শিক্ষা: রেঙ্গার দস্তারবন্দীতে বক্তারা

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯

ধর্মীয় চেতনার স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা হচ্ছে কওমি মাদরাসা শিক্ষা: রেঙ্গার দস্তারবন্দীতে বক্তারা

Manual1 Ad Code

সিলেট :: সিলেটের দক্ষিণ সুরমার জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শতবার্ষিকী ও দস্তারবন্দী মহাসম্মেলনের প্রথম দিনে দেশি বিদেশি উলামায়ে কেরামগণ তাঁদের বক্তব্যে বলেন, কওমি মাদরাসা শিক্ষা মুসলমানদের জাতীয় সম্পদ। এটাকে রক্ষা করা প্রতিটি মুসলমানদের অপরিহার্য কর্তব্য। বিশ্বের প্রতিটি ধর্মের মানুষের নিজ নিজ একটা ধর্মীয় স্বতন্ত্র শিক্ষা রয়েছে। এটাকে তারা নিজ ধর্মের চেতনা হিসাবে লালন করে থাকে। ঠিক তেমনিভাবে মুসলমানদের আদি শিক্ষা, ধর্মীয় চেতনার স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা হচ্ছে কওমি মাদরাসা শিক্ষা। এ শিক্ষাকে মুসলিম সমাজে বাধ্যতামূলক করা সময়ের অপরিহার্য দাবি।

Manual4 Ad Code

বুধবার বেলা ২টায় মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ মুহিউল ইসলাম বুরহান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শতবার্ষিকী ও দস্তারবন্দী মহাসম্মেলনের কার্যক্রম শুরু হয়।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন খলীফায়ে মাদানী আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমাম বাড়ি, শায়খুল হাদীস আল্লামা হাফিজ তাফাজ্জুল হক হবিগঞ্জী, হযরত মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, শায়খুল হাদীস মাওলানা নজীর আহমদ ঝিঙ্গাবাড়ি, শায়খুল হাদীস মুফতী মুজিবুর রহমান, মাওলানা ছিদ্দিক আহমদ চিশতি, মাওলানা খলিলুর রহমান হামিদী বরুণা, মাওলানা আলিম উদ্দীন দুর্লভপুরী, মাওলানা নুরুল ইসলাম সুফিয়ান রেঙ্গা।

Manual2 Ad Code

১ম দিন মাওলানা কবীর খান ও মাওলানা এহতেশামুল হক্ব ক্বাসেমীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মহা সম্মেলনে বয়ান পেশ করেন আওলাদে রাসুল (সাঃ) আল্লামা সায়্যিদ আসজাদ মাদানী ভারত, আল্লামা নাসিম আহমদ বারকানভী দারুল উলূম দেওবন্দ ভারত, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী, নায়েবে আমীর আল্লামা নূর হুসাইন কাসেমী ঢাকা, আল্লামা উবায়দুল্লাহ ফারুক, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুহয়িচ্ছুন্নাহ আল্লামা শায়খ মাহমুদুল হাসান যাত্রাবাড়ী ঢাকা, মাওলানা শায়খ আব্দুল মতিন বিন হুসাইন পীর সাহেব ঢালকানগর ঢাকা, মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আবু তাহের নদভী পটিয়া, মুফতী দেলওয়ার হুসাইন ঢাকা, মাওলানা হাফিজ জুবায়ের আহমদ আনসারী বি. বাড়িয়া, মাওলানা মাহফুজুল হক ঢাকা, মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী ঢাকা, মাওলানা হাসান জামিল ঢাকা, মাওলানা শেখ আহমদ হাটহাজারী, মুফতী মুশতাকুন্নবী ক্বাসিমী কুমিল্লা, মাওলানা বাহা উদ্দিন জাকারিয়া ও মাওলানা মুফতী লুৎফুর রহমান কাসিমী আমেরিকা প্রমুখ।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..