সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ এলাকায় বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। ফলে হুমকির মুখে পড়েছে কালাইরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বোমা মেশিনের শব্দে শিক্ষার্থীদের পাঠদানও বিঘ্নিত হচ্ছে। এ নিয়ে অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, পাথরখেকো চক্রটি পুলিশের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে নির্বিঘ্নে পাথর উত্তোলন চালিয়ে যাচ্ছে। ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না। প্রতিবাদ করলে মামলার ভয় দেখানো হয়।
কালাইরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুকেশ চন্দ্র দাস বলেন, বিদ্যালয়ের পাশে পাথর উত্তোলনের কারণে শিক্ষার্থীদের পড়ানো সম্ভব হচ্ছে না। মঙ্গলবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ মিটিং করে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে আবেদন করব সিদ্ধান্ত নিয়েছি।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, আমাকে এ বিষয়ে স্কুলের সভাপতি ফোনে অবহিত করেছেন। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, যাতে পাথর উত্তোলন আর না হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd