সিলেট ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৭
নিজস্ব প্রতিনিধি : সুনামগঞ্জ দিরাইয়ের স্কুলছাত্রী হুমায়রা আক্তার মুন্নী হত্যাতা মামলার প্রধান আসামি ইয়াহিয়া সর্দারকে আটক কররেছে পুলিশ। বুধবার মধ্যরাতে সিলেট থেকে তাকে আটক করা হয়। ঘাতক ইয়াহিয়ার বাড়ি দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে।
এর আগে গত সোমবার ওই হত্যা মামলায় ইয়াহিয়ার সহযোগী পৌর শহরের আনোয়ারপুরের আবুল কালাম চৌধুরীর ছেলে ও তানভীর আহমদ চৌধুরীকে আটক করে পুলিশ।
জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন বৃহস্পতিবার নিজ কার্যালয়ে আটকরের বিষয়টি তুলে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে সিলেট মহানগরীর জালালাবাদ থানার মাসুক বাজার এলাকার দরশা গ্রামের একটি বাড়িতে আত্নগোপন করে ছিলেন ইয়াহিয়া। সেখান থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এরপরই গণমাধ্যমকর্মীদের সামনে ইয়াহিয়াকে উপস্থাপন করা হয়।
পুলিশ সুপার জানান, মুন্নী হত্যার পর পরই ঘাতক ইয়াহিয়াকে গ্রেফতারে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ ও বেলায়েত শিকদারের নেতৃত্বে পুলিশের পাঁচটি টিম অভিযানে নামে। এদিকে আলোচিত ওই হত্যকাণ্ড নিয়ে সুনামগঞ্জ সহ গোটা সিলেট বিভাগ জুড়ে নিন্দা, শোক ও ক্ষোভের ঝড় বইতে শুরু করে । মুল ঘাতকের শাস্তির দাবিতে জেলার বিভিন্ন মহল মানবন্ধন ও সমাবেশ করে।
প্রসঙ্গ, প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের রাতে বাসায় ঢুকে ছুরিকাঘাতে এস এসসি পরীক্ষার্থী হুমায়রা আক্তার মুন্নীকে খুন করে পালিয়ে যায় বখাটে ইয়াহিয়া সর্দার।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd