সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৭
ক্রাইম ডেস্ক : চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেলে বসে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গোয়েন্দা পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার গভীর রাতে নগরীর আন্দরকিল্লা নজির আহমদ চৌধুরী রোড আইন কলেজের পাশে কুমিল্লা হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি, একটি শাটারগান ও ৫ রাউন্ড কার্তুজ এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার হওয়া চারজন হলেন- ফটিকছড়ির মো. মোর্শেদ প্রকাশ রাশেদ (২৮), শহিদুল ইসলাম সৌরভ (২১) ও ফয়জুল কবির সুজন (৩৫) এবং সীতাকুণ্ডের জাহিদুল ইসলাম রাজু (২৪)।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন বলেন, গ্রেফতার হওয়া ৪জন বিভিন্ন পেশায় থাকলেও পর্দার আড়ালে তারা সবাই ডাকাত। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গলসলিমপুর এলাকায় তাদের আস্তানা। ডাকাতির জন্য তারা হোটেলে জড়ো হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd