সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: দেশের অন্যতম বৃহৎ পাথর কোয়ারী সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি। এ কোয়ারির পাথর দিয়ে দেশের বিভিন্ন নির্মাণ স্থাপনা হয়ে থাকে। গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নসহ উপজেলা, জেলা ও দেশের বিভিন্ন প্রান্থ থেকে প্রতি শুকè মৌসুমে লাখ লাখ শ্রমিক এ কোয়ারিতে শ্রমিকের কাজ করে থাকেন। দীর্ঘ ৮/৯ মাস থেকে কোয়ারিটি বন্ধ থাকায় সীমান্ত এলাকায় চুরি প্রকৌট আকার ধারন করছে। দিনে দিনে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটছে। অপর দিকে স্থানীয় বিছনাকান্দি বিজিবি ক্যাম্পের সুবেদারের সাথে স্থানীয়দের সম্পর্কের অবনতি ঘটছে।
২৪ জানুয়ারী এলাকাবাসীর পক্ষে রুস্তমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশিকুর রহমান সিলেটের জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। এতে বলা হয় মহামান্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট ডিভিশনের আদেশ থাকা সত্বেও বিছনাকান্দি পাথর কোয়ারি থেকে ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলনে সম্পূর্ণরূপে বাঁধা দিচ্ছেন স্থানীয় বিজিবি।
এতে বলা হয় মহামান্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট ডিভিশনের সু-স্পষ্ট আদেশ রয়েছে ম্যানুয়াল পদ্ধতিতে পাথর আহরণ। তিনি এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য মাননীয় প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে অনুলিপি প্রদান করেন।
স্থানীয়রা জানান, বিজিবি’র সদস্যরা কিসের ভিত্তিতে মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করছেন এ বিষয়ে বোধগম্য নয়। বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুক আহমদ, সাধারন সম্পাদক জয়নাল আবেদীনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd