সিলেট সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মোবারক হোসেনের প্রার্থীতা ঘোষণা

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৯

সিলেট সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মোবারক হোসেনের প্রার্থীতা ঘোষণা

Manual6 Ad Code

সিলেট :: সিলেট সদর উপজেলার ছাত্রলীগ প্রতিষ্ঠাকালীন কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তরুণ যুবনেতা মোবারক হোসেন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে সদরবাসীর খেদমতে নিজেকে উৎসর্গ করতে চান। জানা যায়, মোবারক হোসেন ছাত্র রাজনীতি থেকে বঙ্গবন্ধুর অাদর্শ লালন করে দেশ নেত্রী শেখ হাসিনার নিবেদিত কর্মী হিসেবে কাজ করে আসছেন। তিনি সিলেট সদর উপজেলার ছাত্রলীগ প্রতিষ্ঠাকালীন কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে সুনামের সহিত দীর্ঘদিন দ্বায়িত্ব পালন করেন। এবং অতীতেও সমাজ সেবা মূলক সকল কর্ম সহ জেলা ও সদর উপজেলা অাওয়ামীলীগের সকল কর্মসূচিতে সতস্ফুর্ত ভাবে অংশগ্রহন করেন। সম্প্রতি নির্বাচন কমিশন এর ঘোষণার প্রেক্ষিতে সিলেট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে গণ সংযোগ ও প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন মোবারক। মোবারক হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, একজন তরুণ যুবনেতা হিসেবে সদরবাসীর খেদমতে নিজেকে উৎসর্গ করতে চাই। তিনি আরো বলেন ছাত্র রাজনীতি থেকে বঙ্গবন্ধুর অাদর্শ লালন করে দেশ নেত্রী শেখ হাসিনার নিবেদিত কর্মী হিসেবে কাজ করে আসছি। তাই আমার দৃঢ় বিশ্বাস দল আমাকে নৈরাশ্য করবে না। আমি দলীয় অাশীর্বাদ ও সদর উপজেলাবাসীকে নিয়ে নির্বাচনে বিজয়ের পথে অগ্রসর হব ইনশাআল্লাহ। এতে তিনি উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..