সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান অব্যাহত রয়েছে। রোববার বিকেলে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর বন্দর বাজার থেকে পৌরবিপনী মার্কেট পর্যন্ত সড়কের দু’পাশের ফুটপাত গুড়িয়ে দেয়া হয়েছে। অভিযান শেষে নগরবাসীর উদ্দেশ্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘ক্লিন সিটি’ বিনির্মানে সিসিকের এই অভিযান অব্যাহত থাকবে।
রোববারের অভিযানে বিপুল পরিমান ফল, ফুটপাত দখল করে রাখা বেশ’টি ভ্যানগাড়ি ও বিপুল পরিমাণ আসবাবপত্র জব্দ করা হয়। এসময় ফুটপাতের দখলদাররা দ্রæত মালপত্র নিয়ে পালাতে শুরু করে।
উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাত থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত মুক্ত করার অভিযান শুরু হয়। শনিবার দুপুর এবং রাতেও অভিযান চলে।
অভিযানে ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, সিসিকের লাইসেন্স কর্মকর্তা মো. জাহাঙ্গির আলম, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd