নগরীর চাঞ্চল্যকর জাহিদ হত্যা মামলা: প্রধান পলাতক দুই আসামী গ্রেফতার

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯

নগরীর চাঞ্চল্যকর জাহিদ হত্যা মামলা: প্রধান পলাতক দুই আসামী গ্রেফতার

Manual7 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে নগরীর চাঞ্চল্যকর জাহিদ হত্যা মামলার প্রধান দুই আসামি ফজর আলী (২৪) ও সালমান আহমদ (২৬) গ্রেফতার করেছে শাহপরান থানা পুলিশ। (২৪ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে এসআই আসলাম হোসেনের নেতৃত্বে সুনামগঞ্জ থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সিলেট নগরীর শিবগঞ্জ-সোনারপাড়া এলাকার হাসন আলীর ছেলে। আসামিরা দীর্ঘ তিন মাস ধরে পলাতক ছিল।

২০১৭ সালের ২৫ অক্টোবর পূর্ব বিরোধের জেরধরে ডেকে নিয়ে উপশহরে পরিকল্পিতভাবে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করা হয় স্কুলছাত্র ও ছাত্রলীগ কর্মী আবুল হোসাইন জাহিদকে (১৮)। ২৭ অক্টোবর রাতে শাহপরাণ থানায় নিহতের পিতা মোঃ আবুল কালাম বাদী হয়ে ৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই পলাতক ছিল আসামীরা। দুই আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন।

Manual7 Ad Code

শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করার কথা। এ নিয়ে পুলিশ জাহিদ হত্যার ঘটনার জড়িত ৩ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃত আসামিদের জিঞ্জাসাবাদ করা হলে জাহিদ হত্যার প্রকৃত রহস্য উদঘাটিত হবে।

Manual4 Ad Code

নিহত জাহিদের বড় ভাই আবুল হাসনাত নাহিদ তার ভাই জাহিদের খুনীদের দ্রুত বিচারের জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি কামনা করেছেন। নিহত ছাত্রলীগ কর্মী আবুল হোসাইন জাহিদ বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক ও সেইভ দ্যা নেচার অফ বাংলাদেশের ২৪নং ওয়ার্ডের সভাপতি ছিল।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..