সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : অবরুদ্ধ নির্যাতিত এক গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন ইউএনও। মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ধরনিধরদী গ্রাম থেকে উদ্ধার করা হয় ওই নারীকে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাপস বিশ্বাসের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নির্যাতিত গৃহবধূ রেহেনা পারভীন বলেন, সাড়ে ছয় বছর আগে ধরনিধরদী গ্রামের মৃত মহিউদ্দিন শেখের ছেলে মজিবর রহমান শেখের সাথে বিয়ে হয়। বড় ছেলের জন্মের ৬ মাস পর থেকেই নানা ছুতোয় তাকে বাড়ির সবাই মিলে মারধর করে। স্বামী মজিবর রহমানের সাথে শাশুড়ি শাবজান বেগম, ভাশুর ফরিদ শেখ ও আফসার তাকে নির্যাতন করত। মঙ্গলবার সকালে তাকে চলা কাঠ দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে ঘরে অবরুদ্ধ করে রাখে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, তিনি ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম সাতৈরে একটা মিটিং এ ছিলেন। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ইলা রানি কুন্ডুর কাছ থেকে বিষয়টি জানার পর দু’জন মিলে অভিযান চালিয়ে রেহেনাকে উদ্ধার করেন। রেহেনার দুই শিশুপুত্র তার সাথে রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd