পুলিশ কমিশনার কার্যালয়ের দেয়াল ভাঙলেন মেয়র

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯

পুলিশ কমিশনার কার্যালয়ের দেয়াল ভাঙলেন মেয়র

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার :: এবার সড়ক প্রশস্ত করতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের দেয়াল ভাঙলেন মেয়র আরিফুল হক চৌধুরী। সিটি করপোরেশন ১৫,১৬ ও ১৮ নং ওয়ার্ডের ধোপাদিঘীর পাড় হয়ে নাইওরপুল পর্যন্ত রাস্তা প্রশস্ত করতে রোববার (১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে নিজে উপস্থিত হয়ে ভাঙন কাজের উদ্বোধন করেন মেয়র। এসময় উপস্থিত ছিলেন পুলিশ কমিশনারের প্রতিনিধি।

Manual2 Ad Code

দেয়াল ভাঙনের উদ্বোধন শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, জোর করে নয়, স্বেচ্ছায় যারা নিজের মূল্যবান জমি জনস্বার্থে ছেড়ে দেয় তারাই হচ্ছেন প্রকৃত দেশ প্রেমিক। তিনি বলেন, নগর বাসীর উন্নয়নে কোন ধরনের ছাড় না দিয়ে কাজ চালিয়ে যাওয়া নিজের কর্তব্য।

এসময় তিনি আরো বলেন, সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়কগুলো ধারাবাহিকভাবে প্রশস্ত করা হবে। সময় ক্ষেপন না করে ইতোমধ্যে নগরীর জনগুরুত্বপূর্ণ এলাকার রাস্থা প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। নগরবাসী চান সড়ক প্রশস্ত হোক। সড়ক প্রশস্ত করার জন্য অনেকেই স্বেচ্ছায় ভূমি ছেড়ে দিতেও প্রস্তুত বলেও জানান মেয়র।

Manual8 Ad Code

এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (সদর) মো. কামরুল আমীন, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবরসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..