ওসমানীনগরে পুকুর থেকে বস্তাভর্তি অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯

ওসমানীনগরে পুকুর থেকে বস্তাভর্তি অস্ত্র উদ্ধার

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের ওসমানীনগরে হাওরপাড়ের পুকুর থেকে একটি বিদেশী দুনলা বন্দুক ও একটি কাঁটা রাইফেলসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসব অস্ত্র বস্তায় ভর্তি করে পুকুরে লুকানো ছিল।

শুক্রবার দুপুরে সেখানকার একটি পরিত্যক্ত পুকুরের পানি সেচে এসব অস্ত্র উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার থেকে শুরু হয় এ অভিযান।

ওসমানী নগর থানার ওসি এসএম আল মামুন জানান, রিমান্ডে থাকা ডাকাত তোফায়েলের স্বীকারোক্তি অনুযায়ী সিলেটের বিশ্বনাথ থেকে কারাবন্দি অপর ডাকাত শাহজানের স্ত্রী শারমিনকে আটক করে পুলিশ। পরে তাদের দু’জনের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার বড় ইউসুফপুর মধুর পুকুরের পানি সেচে সেখান থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৪টি ধারালো ডেগার ও রামদা এবং তালা কাটারসহ বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

রিমান্ডে থাকা ডাকাত তোফায়েল স্বীকারোক্তির বরাত দিয়ে ওসি জানান, ডাকাতি শেষে অস্ত্র নিরাপদে রাখতে বস্তাবন্দি করে হাওরের পুকুরে লুকিয়ে রাখে তারা। পুকুরে আরো অস্ত্রের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

Manual1 Ad Code

তিনি বলেন, রিমান্ডে থাকা আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার থেকে হাওরে ২০-২৫ জন শ্রমিক লাগিয়ে সেচ ও পরিষ্কারের কাজ শুরু হয়। এক পর্যায়ে ডাকাতের সহোদর টিপনের সহযোগিতায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তিনি জানান, ডাকাতি মামলায় ১১ ডিসেম্বর থেকে তোফায়েলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে পুলিশ তাকে গ্রেফতার করে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..