মামলা পিছো ছাড়ছেনা বালাগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীদের

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৯

মামলা পিছো ছাড়ছেনা বালাগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীদের

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: নির্বাচনী সহিংসতার অভিযোগ এনে বালাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে বালাগঞ্জ থানা মামলা দায়ের করা হয়। ৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাইস্তা মিয়া (৪৮) বাদী হয়ে গত ২৬/১২/২০১৮ইং তারিখে এই মামলা দায়ের করেন। যাহার নং-০৭ (২৬.১২.২০১৮ইং)। অভিযোগে সূত্রে জানা যায়, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ দীর্ঘদিন যাবত ষড়যন্ত্রমূলক ভাবে বালাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গোপন বৈঠক করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসহ সরকারে ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করে আসছেন। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ দীর্ঘদিন যাবত ষড়যন্ত্রমূলকভাবে বালাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গোপন বৈঠক করে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটানোসহ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করিতেছে। ২৬/১২/২০১৮ খ্রিঃ রাত অনুমান ৮:১০ মিনিটের সময় ৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের ওসমানীনগঞ্জ বাজারে আওয়ামীলীগ অফিসের সামনে বালাগঞ্জ টু ফেঞ্চুগঞ্জ গামী পাঁকা রাস্তার পার্শ্বে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী। উক্ত মামলায় ৮১ জনের নাম উলে­খ করেন ও অজ্ঞাত ৫০ থেকে ৬০ জন নেতাকর্মীর বিরুদ্ধে ১৯০৮ইং সনের বিস্ফোরক উপাদানাবলী আইন সংশোধনী ২০০২এর এক তৎসহ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/ ২৫-ডি এর ধারায় মামলা দায়ের করা হয়। আসামীরা হলেন ১। মুমিনুল হক (৩৮), পিতা- আব্দুল হাসিম, ২। হাছান মিয়া (৩৫), ৩। রায়হান মিয়া (৩৬), উভয় পিতা- ছনু মিয়া, ৪। জয়নুল হক (৩৫), পিতা- আব্দুল জব্বার, ৫। বাদশা মিয়া (৪০), পিতা- মৃত আব্দুল মুতালিব, ৬। আনছার মিয়া (৩২), পিতা- মৃত কমর উদ্দিন, ৭। শামীম মিয়া (৩৪), পিতা- লেচু মিয়া, ৮। মুহিবুর রহমান (৩৮), পিতা- মৃত আব্দুল গফুর, সর্ব সাং নতুন সোনামপুর, ৯। কনাই মিয়া (৪০), পিতা- মৃত আরজু মিয়া, ১০। তজমুল শাহ (৩২), পিতা মৃত মুবশ্বর শাহ, ১১। ছালিক মিয়া (৩৫), পিতা- কালাম মিয়া, ১২। সিপার মিয়া (৩৮), পিতা- এমদাদ মিয়া, ১৩। লুলু মিয়া (৩৭), পিতা- মৃত ইলিয়াছ উল­াহ, ১৪। ইকবাল মিয়া (৩৫) পিতা ইছরাব আলী, ১৫। আইয়ুব আলী (৩৪), পিতা- মৃত ইছুব উল­াহ, ১৬। খালেদ মিয়া (৩৫), পিতা- মৃত রাজিব উল­াহ সর্ব সাং হাড়িয়ারগাঁও, ১৭। সাইফুল ইসলাম চৌধুরী (৪০), পিতা- মৃত আলা উদ্দিন চৌধুরী, ১৮। সৈয়দ আব্দুস শহিদ (৩৫), পিতা- মৃত সামা, ১৯। মীর মোহাম্মদ শাহিন মিয়া (৩৭), পিতা- বাদশা মিয়া, ২০। এনাম চৌধুরী (৩৫) পিতা লেচু চৌধুরী, ২১। লিয়াকত চৌধুরী (৪২), পিতা- মৃত রানা চৌধুরী, ২২। আলাল হোসেন (৩৭), পিতা আজব আলী, ২৩। মাহবুব মিয়া (৩৭), পিতা আব্দুল গফুর, ২৪। মির্জা মিজান (৩৬), পিতা মৃত মির্জা রহমত, ২৫। মির্জা মতিউর রহমান (৩৬), পিতা মৃত মির্জা মো. আতাউ, সর্ব সাং মুসলিমাবাদ, ২৬। শাহিন (৪০), পিতা- মৃত আব্দুর রব, সাং মৈযাশী, ২৭। এনামুল হক (৩০), পিতা- ছালিক মিয়া, ২৮। ছালমান আহমদ (২৮), পিতা- ছালিক আহমদ, ২৯। বদরুল ইসিলাম (৩৩), পিতা মিছির আলী, ৩০। নুরুল ইসলাম (৫০), পিতা মৃত তৈয়ব উল­াহ, ৩১। মাসুক মিয়া (৩৪), পিতা মৃত আব্দুল জলিল, ৩২। জামাল আহমদ (৩২), পিতা মেজেফর আলী, ৩৩। আব্দুল মুকিত (৩৮), পিতা- মৃত আব্দুল মন্নান, ৩৪। জুবের আলী (৫৫), পিতা মৃত রশিদ উল­াহ, ৩৫। ইব্রাহিম আলী (৩৫), পিতা মৃত রশিদ উল­াহ, সর্ব সাং মৌরীপুর, ৩৬। ফয়ছল আহমদ (৪৫), পিতা মজম্মিল আল, সাং- আজিজপুর, ৩৭। আব্দুল জলিল (৩৭), পিতা মসর আলী, সাং- করছারপার, ৩৮। লিটন বেগ (৩২), পিতা মৃত রফিজ বেগ, সাং- মুসলিমাবাদ, ৩৯। ইউনুছ মিয়া (৩৫), পিতা- কলিম, সাং- শিরিয়া, ৪০। আবরু মিয়া(৩৫), পিতা মৃত রশিদ মিয়া, সাং রুপিয়া, ৪১। বিলাল মিয়া (৩৫), পিতা- মৃত আনোয়ার মিয়া, ৪২। সুমন মিয়া (৩০), পিতা মৃত শম্বু মিয়া, উভয় সাং- হোসেনপুর, ৪৩। মো. মনির আলী (৪৬), পিতা- মৃত আছমত আলী, সাং-আতাশব (মোল­াপাড়া), ৪৪। পুলক কান্তি দাস (৩৫), পিতা মৃত প্রলয় বারণ দাস, সাং- বালাগঞ্জ পূর্ব বাজার, ৪৫। উজ্বল আহমদ শিকদার (২৮), পিতা- আব্দুল জব্বার, সাং- মজলিসপুর, ৪৬। সেলিম খান (৩৫), পিতা- মুকিদ খান, সাং- নতুন সোনামপুর, ৪৭। আজম আলী (৪৫), পিতা নিম্বর আলী, ৪৮। মুসলু মিয়া (৪০), পিতা গেদাই মিয়া, সর্ব সাং তালতলা, ৪৯। ইমন মিয়া (২৮), পিতা- আজাদুর রহমান, সাং তালতলা (দৌলতপুর), ৫০। মাহবুব আহমদ (৩০), ৫১। মারুফ আহমদ (২৭), উভয় পিতা তকলিছ মিয়া, ৫২। জুলকান (৩৩), পিতা ওয়ারিছ মিয়া, ৫৩। এনামুল হক মকদ্দছ (৩২), পিতা রইছ আলী, সর্ব সাং জামালপুর, ৫৪। নাজিম (৩৬), পিতা সোলেমান, সাং আকাচিকন, ৫৫। আলী আহমদ (২৮), পিতা লিয়াকত আলী, সাং- লোহামোড়া, ৫৬। আকবর আলী (৩৬), পিতা- ইদ্রিছ উল­াহ, সাং- আতাশব (পশ্চিম), ৫৭। মিসবাহ উদ্দিন (৩৪), পিতা মৃত আনু মিয়া, ৫৮। ফয়ছল মিয়া (৩২), পিতা মৃত ফরিদ উদ্দিন, ৫৯। শামীম মিয়া (৩৪), পিতা মৃত মজনু মিয়া, ৬০। রাজন মিয়া (৩৮), পিতা আনোয়ার আলী, সর্ব সাং- শ্রীনাথপুর, ৬১। হুমায়ুন কবির (২৫), পিতা খলিলুর রহমান, ৬২। মো. ছাদ মিয়া (৩২), পিতা- গৌছ মিয়া, ৬৩। মো. মুক্তাদির (৪৫), পিতা- সোনা উল­াহ, সর্ব সাং দক্ষিণগহরপুর, ৬৪। আজমল আলী মাসুক (৪৫), পিতা- মতছির আলী মখন (৫৫), সাং আনোয়ার, ৬৫। দিলোয়ার শিকদার (২৫), পিতা আজিজ, সাং- আজিজপুর উত্তর, ৬৬। বারুক মিয়া, পিতা- শরফ উদ্দিন, সাং- নশিরপুর, ৬৭। আব্দুল হাদি (৪২), পিতা- আব্দুল মছব্বির গেদা, সাং- খাঁপুর, ৬৮। মুহবুবুর রহমান (২৬), পিতা আকবর আলী, সাং- আহমদপুর, ৬৯। আদিল আহমদ @ রিমন (২৮), পিতা- আঙ্গুর মিয়া, সাং- শংকরপুর, ৭০। রেদুওয়ান (২৮), পিতা- এখন মিয়া মঞ্জু, ৭১। ইউনুছ (৩৫), পিতা অজ্ঞাত, ৭২। ছইল (৪৬), ৭৩। মকবুল (৫০), উভয় পিতা তোতা মিয়া, সাং- শিরিয়া, ৭৪। সাবু (২৫), পিতা- নুরুল ইসলাম, সাং- কাজিপুর, ৭৫। ছিলিক মিয়া (৩৫), পিতা- কুটি মিয়া, সাং- রিফাতপুর, ৭৬। মকবুল মিয়া (৪০), পিতা- ফয়াজ মিয়া, সাং হামছাপুর, ৭৭। দুলাল মিয়া (৩৮), পিতা- হারুন মিয়া, সাং- রশীদপুর, ৭৮। নজরুল ইসলাম @ জিতু (৫০), পিতা- আনোয়ার মিয়া, ৭৯। চেরাগ আলী (৪৮), পিতা মৃত মছব্বির আলী, উভয় সাং পৈলনপুর, ৮০। কয়ছর (১৯), পিতা ফরিদ আহমদ, ৮১। আলা উদ্দিন (৪৫), পিতা আইন উদ্দিন, উভয় সাং হোসেনপুর, সর্ব থানা বালাগঞ্জ জেলা সিলেট। এদিকে এই মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারর্পাসন উপদেস্টা ও নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রীর বেগম তাহসিনা রুশদির লুনা, সিলেট ০৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয়জোট মনোনীত প্রার্থী আলহজ্ব শফি আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারন সম্পাদক আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীদার, সাধারন সম্পাদক মুজিবুর রহমন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..