গোলাপগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯

গোলাপগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

Manual4 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ডোবা থেকে সুহাই মিয়া (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২টায় উপজেলার নুরজাহান সিএনজি পাম্পের নিকটের ডোবা থেকে এ লাশটি উদ্ধার করা হয়।সুহাই মিয়া উপজেলার বাঘা ইউনিয়নের উত্তর গাঁও গ্রামের মৃত তমজিদ আলী ছেলে। স্থানীয় ও পুলিশ স‚ত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গোলাপগঞ্জ পৌর শহর ও সদর ইউনিয়নের মধ্যবর্তী স্থানের নুরজাহান সিএনজি পাম্পের নিকটে একটি ডোবায় এক অজ্ঞাত বৃদ্ধের লাশ দেখতে পেলে স্থানীয়রা তাৎক্ষণিক গোলাপগঞ্জ থানা পুলিশকে অবগত করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বৃদ্ধ মানসিক রোগী বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..