সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ক্বীনব্রীজ এলাকা থেকে এক মাদক ব্যবসায়ী আটক।
বুধবার (২জানুয়ারী) সকালে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মাহবুর আলম মন্ডল অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন ক্বীনব্রীজ সংলগ্ন আলী আমজাদের ঘড়ির পাশ হতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও লালপুর গ্রামের মৃত ওয়াহিদ আলীর পূত্র বুদু মিয়া (৫৫)কে আটক করা হয়।
আটর্কৃত ব্যাক্তির কাছ থেকে সিলেট নগরীর কোতয়ালী থানাধীন এলাকা ভাসমান ক্বীনব্রীজ নিচ থেকে মাদক ব্যয়সায়িকে ৬০ (ষাট) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। সে ক্বীন ব্রীজ এলাকায় ভাসমান ভাবে বসবাস করে গোপনীয়ভাবে মাদক ব্যবসা করে আসছিল । আসামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই ঘটনার সাথে আরও কেহ জড়িত আছে কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে। এসআই মাহবুর আলম মন্ডল বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd