কুমিল্লায় ইয়াবাসহ মেয়র প্রার্থী জাসদ নেত্রী আটক

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮

কুমিল্লায় ইয়াবাসহ মেয়র প্রার্থী জাসদ নেত্রী আটক

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : কুমিল্লায় ইয়াবাসহ জাসদের কেন্দ্রীয় নেত্রী এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী শিরিন আক্তারকে আটক করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে নগরীর ভাটপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে রক্ষিত ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানিয়েছে র‍্যাব। আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

এ বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১১ কুমিল্লার উপপরিদর্শক (এসআই) সাদেকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে শিরিন আক্তারকে ৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আটকের পর শাকতলাস্থ র‍্যাব কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি মাদক ব্যবসার সাথে জড়িত।

Manual2 Ad Code

উল্লেখ্য, আটক শিরিন আক্তার জাসদের (আ.স.ম. আব্দুর রব) কেন্দ্রীয় কার্যকরী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি গত দুই বার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..