নববধু সোনালীর আত্মহত্যা : স্বামী ও শ্বশুর আটক

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৮

নববধু সোনালীর আত্মহত্যা : স্বামী ও শ্বশুর আটক

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : পাইকগাছায় সোনালী বিশ্বাস (১৯) নামের এক নববধু পারিবারিক নির্যাতনে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্টের পরেই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পুলিশ স্বামী রবিন ও তার বাবাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে।

Manual6 Ad Code

জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তাদের বসত ঘরের আড়াই গলায় ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে। সোনালী বিশ্বাস বোয়ালিয়া গ্রামের রবিন বিশ্বাসের স্ত্রী। খুলনা বিএল বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। ১ মাস ২০ দিন পূর্বে তাদের বিয়ে হয়। মেয়ের পিতা নিতাই চন্দ্র বিশ্বাস জানায়, তার কন্যাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। পরে তাকে ঝুলিয়ে দেয়া হয়। এদিকে, সোনালী মোবাইল ম্যাসেজের মাধ্যমে ১০ আগস্ট, বিকেল ৪টা ৪৮ মিনিটে তার চাচাতো ভাই মিঠুন বিশ্বাসের ফোনে লিখে পাঠায় “রবিনের সাথে বিয়ে করে সে বড় ভুল করেছে। হয়ত বেশিদিন সে আর বাঁচবে না। আর তার মৃত্যুর জন্য রবিনই দায়ী থাকবে।” এদিকে, রবিন ও তার পরিবারের লোকেরা জানায়, কি কারণে সোনালী আত্মহত্যা করেছে তা আমরা জানি না। এ নিয়ে শ্বশুর ও পিতৃকূলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..