গোয়াইনঘাটে বর্ন্যাঢ্য আয়োজনে শোক দিবস পালন

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৮

গোয়াইনঘাটে বর্ন্যাঢ্য আয়োজনে শোক দিবস পালন

Manual6 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও পালিত হয়েছে জাতীয় শোক দিবস। বুধবার (১৫ই আগষ্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে প্রথমেই শোক র‌্যালী বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে এসে পূনরায় মিলিত হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল। গোয়াইনঘাট থানার পক্ষে অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিল, গোয়াইনঘাট বিশ্ব বিদ্যালয় কলেজের পক্ষে অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক মোঃ সেলিম উল্যাহ, উপজেলা শ্রমিকলীগ, পরিবহন শ্রমিক, কমিউনিটি পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।

দুপুর ১২টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল’র সভাপতিত্বে ও সুশান্ত কুমার দাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম উল্যাহ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল (ছানা) প্রমূখ।

Manual7 Ad Code

এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষে এক শোক র‌্যালী সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। অপরদিকে দুপুর ১টায় গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মধ্যে কবিতা আবৃতি, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও বিভিন্ন ধর্মীয় উপাশনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা ও কালো ব্যাজ ধারণ করা হয়।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..