সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৮
স্টাফ রিপোর্ট :: শোক আর শ্রদ্ধার মিশেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছে সিলেটবাসী। বুধবার (১৫ আগস্ট) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সকলে।
এর আগে সিলেট রেজিস্টারি মাঠ থেকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এক শোক র্যালি বের করে । এ র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আলাদা আলাদাভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
এদিকে বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনের কর্মকর্তা, চাকুরীজীবী, শিক্ষার্থীসহ সকল স্তরের মানুষ শহীদ মিনারে জড়ো হয়ে স্মরণ করেন জনককে।
জাতীয় শোক দিবস উপলক্ষে দুপুরে নগরীর হাফিজ কমপ্লেক্সে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শিন্নী বিতরণের আয়োজন করা হয়েছে।
সকালে কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা।
এছাড়াও সিলেট জেলা পুলিশ লাইন মাঠে আয়োজন করা হয়েছে আলোকচিত্র প্রদর্শনীর।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd