ঢাবি ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৮

ঢাবি ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

Manual3 Ad Code
ক্রাইম সিলেট ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে থেকে শেখ তাসনিম আফরোজ ইমি নামে এক ছাত্রীকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার সহপাঠিরা।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী জানান, শামসুন নাহার হলের আবাসিক শিক্ষার্থী শেখ তাসনিম আফরোজ ইমিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবহিত আছে।

Manual4 Ad Code

এদিকে ইমির বিষয়ে শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা বলেন, শুনেছি একজন ছাত্রীকে তুলে নেওয়া হয়েছে। তাকে অবহিত করে তুলে নেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে অবহিত করা হয়নি। তবে তিনি বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রক্টরকে জানিয়েছেন।

Manual1 Ad Code

খোঁজ নিয়ে জানা যায়, ইমি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্খী। সে চলমান কোটা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। তাছাড়া সাংস্কৃতিক সংগঠন স্লোগান ৭১-এর সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তদাতাদের সংগঠন বাঁধনের সাবেক কার্যকরী পরিষদের সদস্য।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..