২২ আগস্ট ঈদুল আজহা 

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৮

২২ আগস্ট ঈদুল আজহা 

Manual7 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২২ আগস্ট (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

Manual6 Ad Code

রোববার (১২ আগস্ট) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual3 Ad Code

এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। এ সময় ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিএইচ হারুন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল প্রমুখ উপস্থিত ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহম্মাদ নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সৌদি আরবে ২০ আগস্ট (মঙ্গলবার) পবিত্র হজ। ২১ আগস্ট দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সৌদি সুপ্রিম কোর্টের এক ঘোষণায় বলা হয়েছে, ১২ আগস্ট রোববার হবে জিলহজ মাসের প্রথম দিন। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, জিলহজ বছরের ১২তম মাস। এ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত তিনদিন ধরে পশু কোরবানি দেওয়া যায়।

Manual7 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..