সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৮
ডেস্ক নিউজ :: ভৈরবে পরিবারের অমতে বিয়ে করে লাশ হলেন নববধূ সোনালী বেগম। শুক্রবার বিকাল পৌনে ৬টার দিকে ভৈরব রেলওয়ে মেঘনা সেতুর কাছ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সোনালী বেগম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার খুদির জঙ্গল গ্রামের সবুজ মিয়ার মেয়ে।
ভৈরব রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, নিহত লাশের সঙ্গে বিয়ের এফিডেভিটসহ তার স্ট্যাম্প ছবি পাওয়া গেছে।
এফিডেভিটে দেখা যায়, বুধবার (৮ আগস্ট) কুমিল্লার নোটারি পাবলিকে তার বিয়ে হয়েছে। এফিডেফিটে লেখা আছে, স্বামী জুয়েলের বাড়ি নাটোরের নলডাঙ্গা এলাকায়।
পুলিশ ধারণা করছে, আজ বিকালে ঢাকা-সিলেটগামী জয়ন্তিকা আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে তিনি নিহত হন। তার পরনে ছিল সালোয়ার কামিজ।
নিহত সোনালী বেগমের বাম হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক কী কারণে বা কীভাবে সে ট্রেনে কাটা পড়ল কেউ বলতে পারছে না। নিহতের লাশ উদ্ধার করে ভৈরব রেলওয়ে থানায় রাখা হয়েছে। শনিবার লাশের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
ভৈরব রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ আরও জানান, তার এফিডেভিট থেকে তার বাবার নাম ও ঠিকানা সংগ্রহ করে তার বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি মেয়ের পরিচয় স্বীকার করেন। তবে তিনি লাশ গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
তার বাবা সবুজ মিয়া ফোনে বলেন, আমার মেয়ে চরিত্রহীন তাই তার লাশ আমাদের প্রয়োজন নেই। এই মেয়ে মরে আমার পরিবারের মানসম্মান বাঁচিয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd