বিশ্বনাথে ফেসবুকে সরকার বিরোধী স্ট্যাটাস দেয়ায় ছাত্রদল কর্মী আটক

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৮

বিশ্বনাথে ফেসবুকে সরকার বিরোধী স্ট্যাটাস দেয়ায় ছাত্রদল কর্মী আটক

Manual3 Ad Code
বিশ্বনাথ প্রতিনিধি :: ফেসবুকে প্রতিনিয়ত সরকার, রাস্ট্র ও পুলিশের বিরুদ্ধে অশ্লীল এবং উস্কানীমূলক স্ট্যাটাস দেয়ায় আলী আহমদ শামীম নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের শফিক মিয়ার পুত্র ও ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় কর্মী। সোমবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় রাজাগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ছাত্রদল কর্মী আলী আহমদ শামীম সরকার, রাস্ট্র ও পুলিশের বিরুদ্ধে অশ্লীল এবং উস্কানীমূলক স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করে আসছে। এর প্রেক্ষিতে সোমবার রাতে থানার এসআই স্বাধীন তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ তাকে রাজাগঞ্জ বাজার থেকে আটক করে নিয়ে আসে। আটকের সময় পুলিশের কাজে বাঁধার সৃস্টি করে এই ছাত্রদল কর্মীর সহযোগিরা।
আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। আজই তাকে আদালতে প্রেরণ করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..