সুনামগঞ্জে চোরাবালির গর্ত থেকে নিখোঁজ জবি ছাত্রের লাশ উদ্ধার!

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৮

সুনামগঞ্জে চোরাবালির গর্ত থেকে নিখোঁজ জবি ছাত্রের লাশ উদ্ধার!

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বন্ধুদের সাথে ভ্রমণে এসে সীমান্তনদী জাদুকাঁটায় নিখোঁজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রের লাশ চোরাবালির গর্ত থেকে উদ্ধার করা হয়েছে।’ শনিবার রাতে নিহতের লাশ তার পরিবারের সদস্যদের নিকট পুলিশ হস্তান্তর করেছে।

নিহতের নাম, জাহিদ হাসান হৃদয়।’ তিনি ঢাকার সাভারের বাহেরচর এলাকার বিজিবির (অব:) ওয়ারেন্ট অফিসার আলী আহমদের ছেলে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছর ইংরেজী বিভাগের মাষ্টার্স চুড়ান্ত পরীক্ষার ফলপ্রার্থী।’ শনিবার সন্ধায় ওই ছাত্রের লাশ স্থানীয়রা উদ্ধার করেন।’

নিহতের সহপাঠি তানভীর আহমদ জানান, সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর, ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প’র সিরাজ লেক, বারেকটিলা, জাদুকাঁটা নদী ও জয়নাল আবেদীন শিমুলবাগান এলাকা ভ্রমণ করতে শুক্রবার রাতে ঢাকা থেকে বাস যোগে ১১ জনের একটি ফ্রেন্ডস গ্রæপ রওয়ানা হন।’

Manual8 Ad Code

এদিকে ব্রাম্মণবাড়িয়া বোনের বাড়িতে থাকা সহপাঠি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদ হাসান হৃদয়ও মধ্যরাতে আশুগঞ্জ এলাকা থেকে ভ্রমণসঙ্গী হয়ে একই সাথে ১২ জন মিলে শনিবার সকালে তাহিরপুরে পৌঁছান।’ পরবর্তীতে তাহিরপুর উপজেলা সদর থেকে ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া করে তারা সীমান্তনদী জাদুকাঁটার পশ্চিম তীরের বারেকটিলায় পৌঁছে দুপুরের খাবারের জন্য প্রস্তুতি নেন।’

Manual5 Ad Code

এক পর্যায়ে ভ্রমণে আসা ফ্রেন্ডস গ্রæপের সদস্যরা দু’দলে বিভক্ত হয়ে হাত মুখ ধোয়ার জন্য জাদুকাঁটা নদীর তীরে নামলে জাহিদ সহ তার সাথে থাকা অপর তিন সহপাঠি ক্রমেই চোরাবালির গর্তে তলিয়ে যেতে থাকলে তারা চিৎকার শুরু করতে থাকেন।’ এদিকে চিৎকার শুনে সহপাঠি ও ট্রলারের মাঝি-সুকানীরা মিলে তিন জনকে টেনে তীরে তুললেও জাহিদ চোরাবালির গর্তের ভেতর পড়ে নিখোঁজ হন।’ খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের সহযোগীতায় অনেক খোঁজাখুঁজির পর সন্ধায় চোরাবালির গর্ত থেকে জাহিদের লাশ উদ্ধার করেন।’

Manual5 Ad Code

নিহত জাহিদের পিতা আলী আহমদ শনিবার রাতে বললেন, আমার ৪ ছেলে ২ মেয়ে এর মধ্যে ছেলেদের দিক দিক দিয়ে মধ্যে জাহিদ ছিল সবার ছোট। তিনি আরো বলেন, রোববার ব্রাম্মণবাড়িয়ায় সে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল কিন্তু আমাদের অজান্তেনই সেখান থেকেই বন্ধুদের সাথে ফোনে যোগাযোগ করে সে সুনামগঞ্জে বেড়াতে গিয়েছিলো ।

তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যদের নিকট জাহিদের লাশ হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..