৬০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন কামরান

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৮

৬০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন কামরান

Manual3 Ad Code

সিলেট :: নিজের ভোট কেন্দ্র সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে হারেননি সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। ৬০ ভোটের ব্যবধানে ওই কেন্দ্রে তিনি জয়লাভ করেন। নির্বাচনের ফলাফল ঘোষনার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ খবরের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

Manual7 Ad Code

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে- সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কালিঘাট দক্ষিনে নৌকা প্রতীকে বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ১১৪৮ ভোট ও উত্তরে পেয়েছেন ৬৪৬ ভোট। দুটি মিলিয়ে তার প্রাপ্ত ভোট ১৭৯৪। আর ধানের শীষ প্রতীকে আরিফুল হক চৌধুরী দক্ষিনে পেয়েছেন ৯৫৮ ও উত্তরে পেয়েছেন ৭৭৬ ভোট। তার প্রাপ্ত ভোট হচ্ছে ১৭৩৪টি। ভোটের হিসেবে দেখা গেছে নৌকা প্রতীকে বদর উদ্দিন আহমদ কামরান নিজের ভোট কেন্দ্রে ৬০ ভোট পেয়ে জয়লাভ করেন।

এদিকে- নির্বাচনী ফলাফল ঘোষনার পর থেকে বিভিন্ন গণমাধ্যমে নিজ কেন্দ্রে কামরান হেরেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। এই খবরে সঙ্গে ওই কেন্দ্রে প্রাপ্ত ভোটের হিসেবে মিল নেই বলে জানিয়েছে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচন পরিচালনা কমিটি।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..