নিজস্ব প্রতিবেদক :: চাকরির প্রলোভন দেখিয়ে গাজীপুরের টঙ্গী থেকে সিলেটে নিয়ে হোটেল কক্ষে আটকে রেখে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করেছে পঞ্চাশ বছর বয়সী মজিবুর রহমান। রোববার বেলা আড়াইটার দিকে নগরীর হোটেল অর্কিড গার্ডেনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ওই কিশোরীকে উদ্ধার ও ধর্ষককে আটক করা হয়। আটক মজিবুর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার সোনারামপুর গ্রামের মৃত তারু মিয়ার ছেলে।

Manual7 Ad Code

র‌্যাব জানায়, বাবা-মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল ওই কিশোরী (১৪)। তাকে চাকরি দেয়ার প্রলোভন দেখেিয় মজিবুর রহমান গত বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের টঙ্গী থেকে সিলেটে নিয়ে আসে। সিলেট নগরীর কোতোয়ালী এলাকায় অর্কিড গার্ডেন নামক হোটেলের ৩০২নং কক্ষে আটকে রেখে ওই কিশোরীকে ধর্ষণ করেন মজিবুর।

Manual1 Ad Code

র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান জানান, কিশোরীর বাবার নিখোঁজ ডায়েরির সূত্র ধরে তাকে উদ্ধারে তৎপর হয় র‌্যাব। গতকাল রবিবার সিলেটে হোটেলের একটি কক্ষ থেকে ওই কিশোরীকে উদ্ধার এবং ধর্ষক মজিবুরকে আটক করা হয়। মজিবুরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।