দুর্ভোগের সড়কে পরিণত হয়েছে সিলেট-জকিগঞ্জ

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮

Manual1 Ad Code

এনামুল হাসান : সিলেট-জকিগঞ্জ সড়ক দিয়ে প্রতিদিন জকিগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, গোলাপগঞ্জ এ চার উপজেলার মানুষ যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ এ সড়কের পুরো অংশ জুড়েই কমবেশি ভাঙ্গা রয়েছে। পিচ ওঠে খানাখন্দ তৈরী হয়েছে খানে খানে। বৃষ্টিতে কাদা হয়, রোদে ধুলা উড়ে। বিশেষ করে শাহবাগ থেকে আটগ্রাম-কালীগঞ্জ-জকিগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। গত বছরের ১৭ সেপ্টেম্বর এ সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই কন্যা শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

Manual8 Ad Code

এ সড়কের বিবর্ণ দশা দেখে বুঝার উপায় নেই যে জকিগঞ্জবাসীর বড় এ সমস্যাটি দেখার মতো কোনো অভিভাবক আছেন। এ সড়ক সংস্কারের দাবীতে সিলেট সড়ক পরিবহন সমিতি গত বছর ১৩দিন পরিবহন পরিবহন ধর্মঘট পালন করা হয়। জেলা সমন্বয় সভায় এ বিধ্বস্ত সড়ক নিয়ে একাধিকবার আলোচনা সভায় আলোচনা হয়েছে। জকিগঞ্জ উন্নয়ন সমিতি সিলেট এ সড়কটি সংস্কারের জন্য বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছে।। নানা কর্মসূচি পালন করেছে জকিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদ, জকিগঞ্জ-কানাইঘাট উন্নয়ন সংগ্রাম পরিষদ। কোনো কিছুতেই কাজ হচ্ছে না । সড়ক ও জনপথ বিভাগের আশ্বাসেই সন্তোষ্ট থাকতে হচ্ছে সংশ্লিষ্ট সবাইকে।
এ সড়কে নিয়মিত যাতাযাতকারী ইছামতি ডিগ্রি কলেজের প্রভাষক মুন্সি আব্দুল আলিম বলেন, এ বটরতল এলকায় বিশেষ করে মৌলভীছাইর আলী উচ্চ বিদ্যালয়ের সামনের অবস্থা খুবই ভয়াবহ। শাহবাগের ফিশারী সংলগ্ন এলাকার আশপাশের প্রায় দুই কিলোমিটার, সড়কের বাজার থেকে কালীগঞ্জ বাজার সেখান থেকে ইউনিয়ন অফিস পর্যন্ত রাস্তা মারাতœক বিধ্বস্ত। দোয়া দুরুদ পড়েই গাড়ীতে চলতে হচ্ছে। বিষয়টি নিয়ে পত্র পত্রিকা ও ফেসবুকে প্রচুর লেখালেখি হচ্ছে। উপজেলা আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন বলেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে। আমরা আন্দোলনের প্রস্ততি নিচ্ছি।

বাস চালক বদরুল আলম বলেন- ‘মনে হয় এই বুঝি গাড়ি উল্টাইয়া গেল। ঝুকিঁ নিয়াই গাড়ি চালাই। এ সড়কে গাড়ি চালাইতে সময়, তেল ও যন্ত্রপাতি নষ্ট এবং যাত্রীদের কষ্ট হয়’।

Manual3 Ad Code

বাসযাত্রী শিক্ষক মোহাম্মদ আলী বলেন-নি¤œমানের নির্মাণ সামগ্রীর ব্যবহারের কারণেই রাস্তাটি ঘনঘন নষ্ট হয়। দ্রুত রাস্তা নষ্ট হলে ইঞ্জিনিয়ার, কর্মকর্তা ,কর্মচারী ও ঠিকাদার আবার কাজ পান।

Manual5 Ad Code

জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের চৌধুরী বলেন, স্বাধীনতার পরে কখনো গুরুত্বপূর্ণ এ সড়কটি এভাবে বিধ্বস্ত হয়নি। সঠিক নেতৃত্ব ও যোগ্য প্রতিনিধিত্ব না থাকায় আমরা আরো কত কষ্ট করবো তা আল্লাহই ভালো জানেন।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির ১৭ মার্চ কালীগঞ্জে প্রবাসীদের একটি অনুষ্ঠানে বলেছিলেন ২৪ মার্চ থেকে সংস্কার কাজ শুরু হবে। তাদের আশ্বাস ভেস্তে গেছে। এপ্রিলের ২৪ তারিখও কাজ শুরু হয়নি। কবে হবে তা কেউ নির্দিষ্ট করে বলতে পারেননি। ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট-জকিগঞ্জ-চারখাই সড়ককে মহাসড়কে উন্নীত করার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রস্তাবিত মহাসড়ক এখন মহা বিড়ম্বনার নাম।

দুর্ভোগের সড়কে পরিণত হয়েছে সিলেট-জকিগঞ্জ। এ সড়ক সিলেট জেলার ৪টি উপজেলা ও ১৪টি বাজারের মধ্যে দিয়ে গেছে। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজার হাজার লোক উপজেলা থেকে জেলা শহর, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কাজে যাতায়াত করে। এছাড়া ভারতের সঙ্গে জকিগঞ্জের কাস্টমস ও ইমিগ্রেশনে দু’দেশের যাতায়াতকারীরা এ সড়ক ব্যবহার করে। কিন্তু বর্তমানে গুরুত্বপূর্ণ এ সড়কটি বেহাল অবস্থায় রয়েছে।

সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে পানি জমে আছে। এতে স্থানীয় লোকজনসহ ভারত থেকে ভ্রমণে আসা লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছে।

Manual7 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সিলেটে অনুষ্ঠিত বিগত ৩টি সভায় সড়ক সংস্কার বিষয়টি উপস্থাপন করেছি। জেলা প্রশাসক সিএন্ডবির কর্মকর্তাদের বকাঝকাও করেছেন। আবারও বিষয়টি নিয়ে জোরালো কথা বলবো।

সিলেট সিএন্ডবির এসডিই নূরুল মজিদ চৌধুরী বলেন আগামী শুক্র বা শনিবার বটরতল এবং কালিগঞ্জ এলাকায় কাজ শুরু করবে বলে ঠিকাদাররা তাকে নিশ্চিত করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..