কমলগঞ্জে ছাত্রলীগের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৮

Manual6 Ad Code

কমলগঞ্জে প্রতিনিধি :: সম্প্রতি ঘোষিত মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সহ-সভাপতি পদে স্থান হয়েছিল কমলগঞ্জের নির্যাতিত ছাত্রলীগ নেতা জাকির হোসেন পান্নার। ছাত্রদলের এক এক নেতার সাথে থাকা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট হওয়ার পর জাকির হোসেন পান্নাকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে জাকির হোসেন পান্নাকে স্বপদে পূন:বহালের দাবিতে শনিবার বেলা দেড়টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনায় উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে এক বিরাট মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশাহীদ আলী, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক হেলাল আহমদ, সদস্য সচিব মছব্বির মিয়া, নির্যাতিত ছাত্রলীগ নেতা জাকির হোসেন পান্না, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আনোয়ার পারভেজ আলাল, সাবেক সাধারণ সম্পাদক শাহেদুল আলম, উপজেলা ছাত্রলীগ নেতা ফয়ছল আহমদ, সুমন আহমদ, রাসেল আহমদ, পৌর ছাত্রলীগ সভাপতি মিনহাজ নাসির, কলেজ ছাত্রলীগ সম্পাদক হাসান আহমদ, জাকের হোসেন প্রমুখ।

মানববন্ধন কর্মসূচী পালনকালে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাকের আলীসহ বক্তারা বলেন, জাকির হোসেন পান্না আওয়ামী পরিবারের মানুষ। সে কখনো ছাত্রদলের সাথে যুক্ত ছিল না। স্থানীয় সামাজিকতায় সে হয়তো জেলা ছাত্রদল আহবায়ক জাকির হোসেনের সাথে ছবি উঠতে পারে। সম্প্রতি ঘোষিত মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটিতে কমলগঞ্জের এই মেধাবী ও ত্যাগী ছাত্রলীগ নেতা জাকির হোসেন পান্নাকে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত করা হয়। এ সংবাদ প্রকাশের পরই আভ্যন্তরিন কোন বিরোধে কে বা কারা ছাত্রদল নেতার সাথে পান্নার পুরাতন এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোষ্ট করে। এ ছবি প্রকাশের পর মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটির সহ-সভাপতির পদ থেকে জাকির হোসেন পান্নাকে অব্যাহতি প্রদান করে কেন্দ্রীয় ছাত্রলীগ। বক্তারা আরও বলেন, সরেজমিন তদন্তক্রমে পান্নাকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদে পূন:বহাল করার দাবি জানান। বক্তারা ষড়যন্ত্র করে বাদ দেয়া সহ সভাপতি পদ অবিলস্বে ফিরিয়ে দিয়ে ছাত্রলীগের ঘাটিখ্যাত কমলগঞ্জের ছাত্র সমাজের প্রতি সন্মান জানানোর জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করেন। অন্যতায় তারা আরও আন্দোলন কর্মসূচী ঘোষণা করবেন। সবশেষে ছাত্রলীগের একটি বিশাল বিক্ষোভ মিছিল কমলগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জানা যায়, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে সহসভাপতি পদে কমলগঞ্জ উপজেলার কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ও কমলগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ছাত্রলীগের ত্যাগীনেতা জাকির হোসেন পান্না নির্বাচিত হওয়ার একদিন পর একটি ছবিকে কেন্দ্র করে তাকে কমিটি থেকে বাদ দেয়ার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগ, কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

গত ২৩ এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার ঘোষিত নতুন কমিটিতে কমলগঞ্জ কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক, কমলগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম আহবায়ক ছাত্রদল কর্তৃক একাধিকবার নির্যাতিত নেতা জাকির হোসেন পান্না সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার ১ দিন পর একটি ছবি দেখে তার নাম বাদ দেয়া হয়।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..